দুই থেকে তিন হওয়ার দিন গুনছেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। ইতিমধ্যেই বাঙালি নিয়ম মেনে মায়ের কাছে' সাধ' খেয়েছেন বিপাশা। সেই সময়ে পাশে ছিলেন স্বামী করণ। এবার পরিবারের নতুন সদস্যের আগমনের আগে আরও একবার পার্টিতে মাতলেন বিপাশা-করণ। শুক্রবার মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বেবি শাওয়ারের অনুষ্ঠানে মাতলেন এই তারকা দম্পতি। যেটি আয়োজন করেছিলেন বিপাশার বন্ধুরা।
শুক্রবার সন্ধ্যায় মাত্র ২০ জন আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। তবে, পাপারাৎজিরাও সেই অনুষ্ঠানে পৌঁছে যান। একে অপরের হাত ধরে অনুষ্ঠানে পৌঁছন বিপাশা এবং করণ। বিপাশার পরনে ছিল প্যাস্টেল পিঙ্ক রঙের গাউন। করণ পরেছিলেন নীল শার্ট এবং নীল ব্লেজার। বিপাশার মাতৃত্বকালীন সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। হবু বাবা-মা পাপারাৎজিদের সামনে কেক কাটেন। একে অপরকে সুস্থ সন্তান কামনা করে একে অপরকে খাইয়ে দেন ওই কেক। এরপর একটি বোর্ডের সামনে পোস দেন। যাতে লেখা ছিল, 'A lil monkey is on the way' অর্থাৎ ছোট্ট একটি বানর ছানা আসতে চলেছে।
২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। ২০১৫ সালের পর বলিউডে আর সেভাবে দেখা যায়নি বিপাশাকে। গত ১৬ অগাস্ট বিপাশা সোশ্যাল মাধ্যমে নিজের মা হওয়ার খবর জানান। এই প্রথম মা হবেন তিনি। তবে, মা হওয়ার পর তিনি আবারও বলিউডে অভিনয় করবেন কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।