টেলি অভিনেত্রী পল্লবী দে'র মৃত্যুর (Pallavi Dey death mystery) পর কেটে গিয়েছে beshkodin। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী। কিন্তু, কেন এই আত্মহত্যা, তা নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। পল্লবী দে'র লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে (Sagnik Chakraborty) গ্রেফতার করেছে পুলিশ। সাগ্নিক (Sagnik Chakraborty) নিজের যে আয়ের হিসাব পুলিশকে দিয়েছিল, তার তুলনায় সাগ্নিকের আয় অনেকটাই বেশি।
সূত্র অনুযায়ী, এমন তথ্যই উঠে এসেছে তদন্তকারী দলের হাতে। এই কারণেই সাগ্নিকের আয়ের উৎস খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারীরা। পাশাপাশি সাগ্নিকের কোনও বেআইনি আয়ের উৎস ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। একটি কল সেন্টার চালাতেন সাগ্নিক। কর্মচারীদের নগদে বেতন দিতেন তিনি। ওই কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: পরিচালনার পাশাপাশি ছোটপর্দায় তথাগত, ফুলঝুরির প্রেমিক কী এবার তিনিই?
প্রয়াত অভিনেত্রী পল্লবী দে (Pallavi Dey death mystery) এবং তাঁর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty) কম বয়সেই এত বিলাসবহুল জীবনযাপন করার টাকা কোথা থেকে পেতেন? সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেন তদন্তকারীরা। সূত্র মতে, পল্লবীর আয়ের হিসাবও খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই পল্লবীর পরিবারের কাছ থেকে আয় সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠানো হয়েছে বলেও সূত্র জানিয়েছে।