মাঠে ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। আর খেলা শেষ হওয়ার পর আপামর ভারতবাসীর হৃদয় জিতেছেন কলকাতার কর্ণধার শাহরুখ খান। কুড়িয়ে নিলেন মাটিতে পড়ে থাকা নাইটের পতাকা। 'বাজিগর'-এর কাণ্ড মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
কী করেছেন বলিউডের বাদশা?
আসলে নাইটদের ম্যাচ থাকলে ইডেনের গ্যালারির আসনে একটি করে পতাকা রাখা থাকে। দর্শকরা ওই পতাকা হাতে নিয়েই নিজের দলকে সমর্থন করেন। ক্লাব হাউসের আসনেও এহেন পতাকা রাখা ছিল।
আরও পড়ুন - 'উইকেটের পিছনে থাকার মানুষটাই...', ধোনির প্রসংশায় পঞ্চমুখ হার্দিক
সেখান থেকে বের হওয়ার সময়ই কাণ্ড করে বসেন শাহরুখ। নিজে হাতে মাটিতে পড়ে থাকা পতাকা তুলে আসনে রেখে দিলেন বাদশাহ। তাঁর এহেন মাটির কাছাকাছি ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।