দুরারোগ্য ব্যাধি সময়ের অনেক আগেই থাবা বসিয়েছিল শরীরে, ২০২০-এর ২৯ এপ্রিল এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন ইরফান খান। কিন্তু মানুষের মনে এখনও তাঁর উপস্থিতি উজ্জ্বল। ইরফান খানের আজ জন্মদিন।
বেঁচে থাকলে ইরফান পার করতেন ৫৭ টি বসন্ত। কিন্তু অভিনেতার বয়স থেমেছে ওই ৫৩-তেই। বলিউডে অভিনয়ের ছকে বাঁধাধরা গত থেকে ইরফান ছিলেন বরাবর আলাদা।
প্রতি ছবিতেই নিজেকে ভাঙতেন গড়তেন। সলাম বম্বে ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেতা। বলিউডে মকবুল, লাইভ ইন অ্যা মেট্রো, দ্য লাঞ্চবক্স, হলিউডে দ্য নেমসেক, দ্য দার্জিলিং লিমিটেড, স্ল্যামডগ মিলিয়েনিয়র, লাইভ অফ পাই এবং জুরাসিক ওয়ার্ল্ড-এ ইরফানের অভিনয় দর্শক মনে রাখবেন আজীবন।
পান সিং তোমার ছবিতে তাঁর অভিনয় জাতীয় পুরস্কারে ভূষিত করেছিল অভিনেতাকে