গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াজুড়ে আলোচনার কেন্দ্রে পিয়া চক্রবর্তী, অনুপম রায়, পরমব্রত। কেন? না পিয়া পরমের বিয়ে হচ্ছে, ঘটনাচক্রে পিয়ার প্রাক্তন স্বামী অনুপম। সেই নিয়ে চর্চার শেষ নেই। তবে সেলেব্রিটিদের অনেকেই কিন্তু নতুন সম্পর্কে আসার পরেও প্রাক্তনদের নিয়ে যথেষ্ট স্বচ্ছন্দ। বিচ্ছেদের পর প্রাক্তনের ছবি সোশ্যাল মিডিয়া থেকে ওড়াতেই হবে? এমন অলিখিত নিয়ম রয়েছে নাকি?
টলি সেলেবদের অনেকেই প্রাক্তনদের পুরনো ছবি দিব্যি রেখে দেন সোশ্যাল মিডিয়ায়। ইন্দ্রনীল সেনগুপ্তের প্রোফাইলে প্রাক্তন স্ত্রী বরখা বিস্তের ছবি ভর্তি, অভিনেত্রী স্বস্তিকা সৃজিতের সঙ্গে পুরনো ছবিও পোস্ট করেন, আবার নতুন ছবিও তোলেন। সোহিনী-রণজয়ের ব্রেকআপের পরেও দিব্যি দুজনের প্রোফাইলেই দুজনের ছবি। গায়ক অনুপম রায়ের প্রোফাইলেও ছড়িয়ে আছে পিয়ার ছবি। সেটাই স্বাভাবিক।
সম্পর্ক গুলো মরে গেলে অতীতের সবকিছু মিথ্যে হয় না তো, তাহলে কেন মুছে ফেলতে হবে অতীতের সন সুখস্মৃতি?