বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহরকে নিয়ে একের পর এক গসিপের শেষ নেই। তিনি সমকামী কী না, তা নিয়েও নানা মহলে নানা চর্চা, এবার সেই প্রশ্নই সোজাসোজি করেও ফেললেন এক ব্যক্তি।
ইন্সটায় আস্ক মি এনিথিং সেশনে করণের কাছে প্রশ্ন এল, 'আপনি কি সমকামী'? উত্তরও দিলেন করণ, তবে একটু অন্যভাবে। বললেন, 'আপনি আগ্রহী'?
সোজাসোজি প্রশ্ন এড়ালেন না, আবার পুরোপুরি খোলসাও করলেন না। নিজের সম্পর্কে আরও বেশ কিছু তথ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন করণ, জানিয়েছেন তিনি মোটা চামড়ার মানুষ, কে কী বলছে, গায়ে মাখেন না, সেটাই সবচেয়ে বড় স্ট্রেন্থ বলে মনে করেন তিনি।
৬ বছর পর পরিচালনায় ফিরছেন করণ, খুব শিগগির মুক্তি পেতে চলেছে রকি অউর রানিকি প্রেম কাহানি।