লোকসভা নির্বাচনে বাংলার ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। বাকি রয়েছে মাত্র ৪টি আসন। কিন্তু টিকিট পাননি রুদ্রনীল ঘোষ। দোলের দিন তাই বিজেপির একের পর এক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি৷
রুদ্রনীল জানিয়েছেন, তিনি ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন। তার মধ্যে ৬০টিরও বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রুপে তিনি রয়ে গিয়েছেন।
Virat Kohli: মাঠে ঢুকে বিরাটকে ছুঁলেন ভক্ত, আইপিএলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল জানিয়েছেন, তাঁর আশা ছিল লোকসভায় টিকিট পাবেন। তবে দল যা ভালো মনে করেছে তাই করেছে৷ রুদ্র বলেন, "ভবানীপুরে কঠিন লড়াই লড়েছিলাম। টিকিট না পেয়ে আক্ষেপ বা দুঃখ হয়নি, তবে আশা তো ছিলই।" একইসঙ্গে তিনি জানাচ্ছেন, এখনই দল ছাড়ার কথা ভাবছেন না।