কেউ বলছেন, এক ফ্রেমে ফেলুদা আর বব বিশ্বাস, কেউ বলছেন ফেলুদা শবর, কেউ আবার বলছেন, ওসব নয়, ফেলুদা আর তোপসে। কিন্তু আসল ব্যাপার জানা নেই কারো। পুরীতে একসঙ্গে এক ফ্রেমে ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। কিন্তু কেন? ইন্দ্রনীল নিশ্চয়ই রয়েছেন হত্যপুরীর শুটিং এ। কিন্তু শাশ্বত কী করছেন পুরিতে? তবে কি সন্দীপ রায় (Sandip Ray) পরিচালিত হত্যপুরী (Hatyapuri) তে দেখা যাবে তাঁকেও? রীতিমতো ধন্দে রয়েছেন দর্শকরা।
Parambrata Chatterjee: বর্ষীয়ান যাজকের ভূমিকায় পরমব্রত, পুজোর আগেই আসছে নতুন ছবি
জানা গিয়েছে, ইতিমধ্যে দ্বিতীয় পর্বের শুটিং শুরু হয়েছে। হত্যপুরীর পুরো টিম রয়েছে পুরীতে। কিন্তু ফেলুদার সঙ্গে বব বিশ্বাসের দেখা হওয়া কি নেহাতই কাকতলীয়?
এই বড়দিনেই মুক্তি হত্যপুরীর রহস্য নিয়ে বড় পর্দায় আসছে ফেলুদা