কম বেশি রোজই তিনি থাকেন খবরের শিরোনামে। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার হইহই পড়ে গিয়েছে স্বস্তিকার এক সেলফি নিয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে তোলা সেই সেলফি থেকে স্পষ্ট, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। তাহলে কি আবার মা হতে চলেছেন নায়িকা? বাড়ছে গুঞ্জন। অনেকেই তাঁকে শুভেচ্ছা পর্যন্ত জানিয়ে ফেলেছেন।
তবে ব্যাপারটা কিন্তু পুরোপুরিই তার পেশাদার জীবনের অংশ, অভিনয়ের সূত্রেই আবারও মা হওয়া। নতুন ছবি ‘কালা’তে এই ভূমিকায় থাকছেন অভিনেত্রী। কিন্তু তাঁর পোস্টে খানিকটা চমক জিইয়ে রাখতেই কিছু খোলসা করেননি তিনি।
উল্লেখ্য, অন্বিতা দত্ত পরিচালিক ছবি ‘কালা’র ট্রেলার মুক্তি পেয়েছে সপ্তাহ দুয়েক আগেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। চারের দশকের গ্ল্যামার জগতের প্রেক্ষাপটে তৈরি এক সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে প্রধান চরিত্র মঞ্জুশ্রীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। আগামী ১ ডিসেম্বর স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে ছবিটি।
‘কালা’র মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন ইরফান খানের (Irrfan Khan) ছেলে বাবিল।