বিয়ের পিঁড়িতে ইশা সাহা। নেই কোনও সংস্কৃত মন্ত্রোচ্চারণ, নেই রীতি নিয়ম। শুধু রয়েছে রবীন্দ্র সঙ্গীত। ব্রাহ্ম মতে এক নৈসর্গিক পরিবেশে চার হাত এক হল ইশা এবং গৌরবের। বিয়েতে সচরাচর সাদা পরতে দেখা যায় না। বরং এইসব রঙ নিয়ে একটা ছুৎমার্গ কাজ করে। কিন্তু ইশা এবং গৌরবের পরনে ছিল সম্পূর্ণ সাদা পোশাক। তাহলে কি সত্যি সত্যিই বিয়েটা সেরে নিলেন জুটিতে?
আসলে প্রসিদ্ধ পোশাক ব্র্যান্ডের গয়না ব্র্যান্ডের কোলাবোরেশন একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে , সেখানেই বরকনের বেশে দেখা গিয়েছে ইশা আর গৌরবকে । ইমন দুর্নিবারের মতো শিল্পীরা গানটিতে গলা দিয়েছেন। ডিজাইনার অভিষেক রায়ের পোশাকের নতুন সম্ভার ‘সপ্তপদী’।
Weather Update: ফের তাপপ্রবাহের সম্ভাবনা, দেশে বর্ষা ঢুকছে কবে? আশার কথা শোনাল মৌসম ভবন
ইশার পরনে সাদা বেনারসি,মানানসই গয়না। ঝাড়বাতি, মোমবাতিতে সেজে উঠেছে আসর। গান ধরলেন ইমন দুর্নিবার, এর মধ্যেই ইশার গলায় মালা দেন গৌরব। এই ছবিগুলি এখন বেজায় ভাইরাল।