পরপর ওয়েব সিরিজ, বড় পর্দার ছবি নিয়ে ব্যস্ত পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এর মধ্যেই আরও একটা খুশির খবর। পরমব্রত পরিচালত 'ঘরে ফেরার গান' (Ghare Ferar Gaan) ছবির প্রিমিয়ার হতে চলেছে, আগামী ২৪ জুন, লন্ডনের বার্মিংহামে। পরম-ঈশা (Isha Saha) অভিনীত ছবিটির প্রিমিয়ারের আয়োজন করেছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট।
অরিত্র সেন (Aritra Sen) পরিচালিত মিউজিক্যাল ছবিতে প্রথম জুটি বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায়-ঈশা সাহা। কিন্তু ছবিতে ঈশার স্বামী গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। প্রবাসে কাটছিল ঋভু-তোড়ার দাম্পত্য। কিন্তু সুখ ছিল না তাতে। বহুদিন দেশে না ফেরা, মিউজিককেই কেরিয়ার বানানো ইমরানকে মন দিয়ে বসলেন তোড়া। ছবির নাম 'ঘরে ফেরার গান'।
Home For Harmony: ধর্মের ভেদাভেদ ভুলে শিকাগোয় গড়ে উঠল 'হোম ফর হারমোনি'
কিন্তু কার ঘরে ফেরা? ইমরানের, নাকি ঋভুর নাকি তোড়ার, কোন দিকে গল্প মোড় নেবে, তা অবশ্য এখনো অজানা।