মাঝরাতে, যখন দুয়ার এঁটে ঘুমিয়ে ছিল সারা শহর, একদল যুবক-যুবতী দেওয়ালে দেওয়ালে সেঁটে দিল পোস্টার, লাল রক্ত দিয়ে লেখা। তাতে লেখা রয়েছে 'নরেনজি জিন্দা হ্যায়' (নরেনজি বেঁচে আছে)। অন্য পোস্টারে লেখা,মাওইস্ট উইল কাম টু কলকাতা (মাওবাদীরা কলকাতায় আসবে)।
নন্দন-অ্যাকাডেমি চত্ত্বরে,ধর্মতলায় টালিগঞ্জে মেট্রো থেকে যাদবপুর নিউটাউনে ছেয়ে গিয়েছে পোস্টার। তবে আসলে সবই ছবির প্রচার। ছবির নাম ইস্কাবন (Iskabon)। এই প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবির প্রচারে তৈরি করা হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। তার নাম 'কলকাতায় মাওবাদী?'। এই শর্ট ফিল্মে সৌরভ দাসের সঙ্গে দেখা যাবে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকেও। ছবির প্রচারে টিম রুদ্রাক্ষ। প্রচারের এমন অভিনব উপায়ও তাঁদেরই মস্তিস্কপ্রসূত।
পরিচালক মন্দীপ সাহার (Mandip Saha) পরিচালনায় সৌরভ দাস (Sourav Das) এবং অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) অভিনীত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ জুন।