এই মুহূর্তে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছে ‘জগদ্বাত্রী’ , সন্ধে হলেই জ্যাস স্যানালের অ্যাকশন দেখতে টিভি খুলে বসে পড়েন দর্শকেরা। ‘জগদ্বাত্রী’ ধারাবাহিকের হাত ধরে বেজায় জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না।
দোলের দিন একেবারে অন্য মেজাজে ছিলেন টলিপাড়ার একসময়ের ‘টপার’ জগদ্বাত্রী। হোলি স্পেশাল টিশার্ট পরে, চোখে চশমা এঁটে চুটিয়ে রঙ খেলেছেন অঙ্কিতা।
নাচে, গানে , ফটোশ্যুটে জমজমাট রং খেলেছেন অভিনেত্রী। হোলির ‘হ্যাংওভার’ কাটতেই সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন জগদ্বাত্রী। নেপথ্যে বাজছে ‘বালাম পিচকারি’ ।