আজ যে রাজা, কাল সে ফকির, মজার দুনিয়ায়- এই কথা টিআরপি রেটিং-এর বিশ্বে হাড়ে হাড়ে সত্য। বৃহস্পতিবার মানেই টেলি দুনিয়ার ধারাবাহিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে কাকে টেক্কা দিল তা জানার দিন। গত সপ্তাহে টিআরপি রেটিং-এ শীর্ষে ছিল জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। চলতি সপ্তাহতেও নিজের জায়গা ধরে রাখতে পেরেছে এই ধারাবাহিকটি। ৮.২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষস্থানে। জ্যাস ম্যাজিকেই মজে আছে ছোট পর্দার অগণিত দর্শক। প্রতি সপ্তাহেই তার প্রভাব পড়ছে ধারাবাহিকের টিআরপি রেটিং-এ। সমান পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে আরও এক জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। গত সপ্তাহে এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। সূর্য আর দীপার জীবনের বিবিধ ঘাত-প্রতিঘাতে মজেছে দর্শক। ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিকের এই দুই মূল চরিত্র।
আরও পড়ুন: লালন-ফুলঝুড়ি-তিতির ত্রিকোণে মজেছে দর্শক, টিআরপি তালিকায় শীর্ষে 'ধুলোকণা'
যদিও, এক সময়ের শীর্ষস্থানে ছড়ি ঘোরানো ধারাবাহিক 'গাঁটছড়া', 'ধুলোকণা', 'মিঠাই'-এর অবস্থা তত ভালো নয়। টেলি দুনিয়ার দর্শক যেন মুখ ফিরিয়ে নিয়েছে ধারাবাহিকগুলি থেকে। টিআরপি আনুকূল্য আর কিছুতেই আসছে না। চলতি সপ্তাহতেও এই ধারাবাহিকগুলির টিআরপি রেটিং রয়েছে সাতের নিচে।
তবে, চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সবথেকে বড় চমক নিসন্দেহে ‘নিম ফুলের মধু’। একেবারে শুরুতেই ২ নম্বরে পল্লবী আর রুবেলের বিয়ের গল্প।