কোনও ধারাবাহিক বন্ধ হলে সঙ্গে সঙ্গেই তার জায়গা নিয়ে নেয় নতুন কোনও ধারাবাহিক। আবার লেগেই থাকে সিরিয়ালের স্লট বদল। যার প্রভাব সরাসরি পড়ে TRP-তে। এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের ফলাফল। গত ৬ সপ্তাহ ধরে বাঙালিদের ড্রয়িংরুমে রাজ করে টিআরপি তালিকার শীর্ষে ‘জগদ্বাত্রী’ (৯.৫) ধারাবাহিক। তবে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারেনি ‘পঞ্চমী’।
৮.৩ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক। তৃতীয় স্থানে ৮.০ পয়েন্ট পেয়ে ‘গৌরী এলো’ ধারাবাহিক। চার নম্বরে যুগ্মভাবে ‘বাংলা মিডিয়াম’ এবং ‘পঞ্চমী’ । পঞ্চম স্থানে রয়েছে নিমফুলের মধু।
এদিকে নতুন সিরিয়ালের দৌড়ে TRP তালিকায় টিমটিম করে জ্বলছে এক সময়ের দুই বেঙ্গল টপার। ৬.৬ পেয়ে অষ্টম স্থানে ‘গাঁটছড়া’, ৬.৫ নম্বর পেয়ে নবম স্থানে ‘মিঠাই’