বছর শেষের টিআরপি এসে হাজির! এই টিআরপি-র অবাক দুনিয়ায় কে কখন রাজা আর কে যে কখন ফকির, তা বোঝা মুশকিল। এখানে প্রকৃত অর্থেই জনতাই জনার্দন! গত বেশ কয়েক সপ্তাহের মতোই বছর শেষের সপ্তাহতেও নিজের জায়গা ধরে রাখল জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। প্রথম স্থানেই রয়েছে ধারাবাহিকটি। যদিও, নম্বর কিছুটা কমেছে এই সপ্তাহে। গত সপ্তাহে নম্বর ছিল ৯.২, আর সেখান থেকে সোজা ৮.৯ নম্বরে। জ্যাজের লড়াই এবং অ্যাকশন টানটান উত্তেজনা সৃষ্টি করেছে দর্শক মনে। শাশুড়ি-বউয়ের কোন্দলের পাশাপাশি নারীকেন্দ্রিক অ্যাকশনধর্মী গল্প বাংলা সিরিয়ালের দর্শকের মন জয় করছে ক্রমশ, তার প্রমাণ 'জগদ্ধাত্রী'।
দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকের পয়েন্ট ৮.৪ নম্বর।প্রায় গায়ে গায়েই শেষ করেছে 'গৌরী এলো' এবং 'খেলনা বাড়ি'। এই দুই ধারাবাহিকের পয়েন্ট যথাক্রমে ৮.১ নম্বর এবং ৮.০ নম্বর।
এই সপ্তাহের সেরা দশ:
প্রথম- জগদ্ধাত্রী (৮.৯)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৮.৪)
তৃতীয়- গৌরী এলো (৮.১)
চতুর্থ- খেলনা বাড়ি (৮.০)
পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)
ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৭.৫)
সপ্তম- পঞ্চমী (৭.৪)
অষ্টম- আলতা ফড়িং/গাঁটছড়া (৭.২)
নবম- রঙা বউ/মিঠাই (৬.৯)
দশম- সাহেবের চিঠি (৬.৪)