বাঙালির বারো মাসে তেরো পার্বন, জীবন জুড়ে উৎসব, আর এ তো শুধু জীবন নয়, জামাই বাবা জীবন বলে কথা! বলছি জামাই ষষ্ঠীর কথা। জমিয়ে জামাইদের আদরের জন্য বাঙালিদের ক্যালেন্ডারে তুলে রাখা আছে এই দিনটি। এই একটা দিনের জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন সমস্ত বং জামাইরা। এবছর জামাই ষষ্ঠী পড়েছে ১২ জুন।
শাশুড়ি মায়েদের রান্নাঘরে তোড়জোড়, থলে ভর্তি সবজি, মাছ, মাংস নিয়ে তড়িঘড়ি বাজার থেকে ফেরা শ্বশুর মশাইদের। এই দিনটায় জামাই আদরে কোনও খামতি যেন না থাকে ! আম, জাম, লিচু, কাঁঠালের মতো ফল ভর্তি থালা সাজিয়ে নতুন পোশাকে জামাই বরণের রীতি রয়েছে বাঙালির ঘরে. আজ এডিটরজি বাংলার পর্দায় আলোচনায় বাংলার ৭ নতুন জামাই। এক ঝলকে দেখে নিন, এবার টলিপাড়ার কোন জামাইরা খাবেন প্রথম জামাই ষষ্ঠী?
কাঞ্চন মল্লিক :
টলিপাড়ার আরেক চর্চিত জুটি কাঞ্চন-শ্রীময়ী । সদ্য বিয়ে সেরেছেন তাঁরা । চলতি বছর মার্চেই সাত পাকে বাঁধা পড়েছেন । কিন্তু, তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই টলি অন্দরে । বিয়ের পর থেকে প্রতিটা উৎসব চুটিয়ে উপভোগ করছেন দু'জনে । একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তারকা জুটি । বিয়ের পর শ্রীময়ীর বাড়িতে এই প্রথম গুছিয়ে জামাই ষষ্ঠী খাবেন উত্তর পাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। উল্লেখ্য, শ্রীময়ী কাঞ্চনের তৃতীয় স্ত্রী । এর আগে দু'টো বিয়ে ছিল কাঞ্চনের । কোনও বিয়েই শেষপর্যন্ত টেকেনি । গুঞ্জন রয়েছে, শ্রীময়ীর জন্যই কাঞ্চন-পিঙ্কি দাম্পত্যে চিড় ধরে ।
সৌরভ দাস:
গত ডিসেম্বরেই চার হাত এক হয়েছে অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিকের। একেবারে বলিউডি কায়দায় বিয়ে করেছিলেন সৌরভ-দর্শনা, অথচ বিয়ের আগে কাকপক্ষীতেও তাঁদের সম্পর্কের কথা টের পায়নি। বিয়ের পর দর্শনা জানিয়েছিলেন, নিজের বাড়ি ছেড়ে যে শ্বশুরবাড়িতে এসেছেন, সেটা বুঝতে পারছেন না । অর্থাৎ সৌরভের বাড়িতে বৌমার যত্নআত্তি যে বেশ ভালোই হচ্ছে সেকথা আগেই জানিয়েছিলেন দর্শনা। এবার পাত পেড়ে জামাই ষষ্ঠী খাওয়ার পালা ‘মন্টু পাইলট’এর।
আদৃত রায়:
এক্কেবারে নতুন জামাই ‘উচ্ছেবাবু’। গত ৯ মে চার হাত এক হয়েছে আদৃত-কৌশাম্বির। সদ্য গোয়ায় হানিমুন সেরেও ফিরেছেন নবদম্পতি। নতুন বিয়ের গন্ধ এখনও গা থেকেই যায়নি জুটির, এরমধ্যেই জামাই ষষ্ঠী। তাই বলাই যায়, এবার আদৃতের জন্য কোনও স্পেশাল ট্রিটমেন্ট অপেক্ষা করছেই। মিঠাইয়ের সেটে আলাপ, প্রেম! তারপর কাট ২, চার হাত এক হয়ে গেল আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তীর। বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে বিশেষ মুখ খোলেননি জুটিতে। তবে এখন অনুরাগীদের কাছে তাঁরা ‘কৌদৃত’ বলেই বেশি জনপ্রিয়।
পরমব্রত চট্টোপাধ্যায়:
গত কয়েক দিন ধরেই শিরোনামে পরমব্রত। সদ্য বিয়ে করেছেন। তা নিয়ে চর্চাও কম হয়নি। কিন্তু তিনি সেই সবের ধার ধারেন না! অনুপমের প্রাক্তন পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ মাস হল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরম। তাই পিয়ার বাড়িতে এবার পরমের প্রথম জামাই ষষ্ঠী। পরম-পিয়ার বিয়েতে বাইরের কারও প্রবেশাধিকার ছিল না৷ রেজিস্ট্রির খান দুয়েক ছবি শেয়ার করেছিলেন দম্পতি। একেবারে ছিমছামভাবে সই-সাবুদ করে বিয়ে সেরেছিলেন পিয়া পরম। জামাইষষ্ঠীতে দম্পতির প্ল্যান ঠিক কী, তা জানার জন্যেই মুখিয়ে অনুরাগীরা।
সায়ন বন্দ্যোপাধ্যায়:
রাজনীতিতে হার-জিত আছেই। তারপর যখন তমলুকের মতো কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, এবং বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লড়াই কঠিন জেনেও, নিজের ১০০% দিয়ে লড়েছিলেন তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। জিততে পারেননি। কিন্তু সায়নের এই কঠিন লড়াইতে ছায়াসঙ্গী হয়েছিলেন তাঁর স্ত্রী তমশ্রী। সায়নও নতুন জামাই। বামপন্থার বাছ-বিচারের তোয়াক্কা না করেই নিয়ম রীতি মেনে বিয়ে করেছিলেন সায়ন। এবার পালা জামাই ষষ্ঠীর।
সৌম্য মুখোপাধ্যায়:
সদ্য টলিপাড়ার ‘দুর্গা’ সন্দীপ্তাকে বিয়ে করেছেন সৌম্য মুখোপাধ্যায়। কাজের সূত্রেই দু'জনের পরিচয় । হইচই-এর চিফ অপারেটিং অফিসার সৌম্য । আর হইচই-এর একাধিক সিরিজ, সিনেমার অভিনেত্রী সন্দীপ্তা । কাজের সূত্রের দু'জনের দেখা-সাক্ষাৎ, বন্ধুত্ব, তারপর প্রেম...প্রথম সৌম্যই মনের কথা জানিয়েছিলেন । ব্যাস, সন্দীপ্তা ঘাড় নাড়তেই এক হয়েছিল চার হাত। সন্দীপ্তার বাড়িতে আদরের নতুন জামাই সৌম্য এবার খাবে প্রথম জামাই ষষ্ঠী।
রাতুল মুখোপাধ্যায় :
পাহাড়কে সাক্ষ্মী রেখে গত বছরই নিজেদের এনগেজড ঘোষণা করেছিলেন । গত এপ্রিলে গাঁটছড়াও বেঁধে ফেলেছেন জুটিতে। রূপাঞ্জনা ও রাতুলের সম্পর্ক দীর্ঘদিনের । যদিও, তার আগে ২০০৭ সালে রেজাউল হকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রূপাঞ্জনা । কিন্তু সে সম্পর্ক টেকেনি । ২০১৭ সালে আইনি বিচ্ছেদ হয় দুজনের । একা হাতেই ছেলেকে মানুষ করেছেন অভিনেত্রী । যখন ছেলের বয়স ছিল ৪, সেইসময় রাতুলের সঙ্গে সম্পর্কে জড়ান রূপাঞ্জনা । এখন তিন জনের গোছানো সংসার। টলিপাড়ার এই নতুন জামাইও কিন্তু অনুরাগীদের বেশ পছন্দের।