বাংলাজুড়ে এখন কার্যত চলছে বিয়ের মরসুম। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ শুভ কাজ সেরে ফেলছেন তড়িঘড়ি। এই মুহূর্তে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় সেলেব কাপল শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) এবং অভিনেতা রুবেল দাস (Rubel Das)। এই দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল, 'যমুনা ঢাকি' ধারাবাহিকে সংগীত এবং যমুনা চরিত্রে। সেই পর্দার প্রেমই গড়িয়েছিল বাস্তবে।
একদম খুল্লামখুল্লা প্রেম করছেন তারা। দু'জনেই ফের পর্দায় ফিরেছেন নতুন চরিত্রে নিয়ে নতুন ধারাবাহিকে। শ্বেতা অভিনয় করছেন 'সোহাগ জল' ধারাবাহিকে, রুবেল 'নিম ফুলের মধু'-তে। শ্বেতা জানিয়েছিলেন শিগগিরই নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি।
আরও পড়ুন : 'লাইফ ইন আ মেট্রো'র সিকুয়েল নিয়ে আসছেন অনুরাগ বসু, এবারেও সুর দিচ্ছেন প্রীতম
'বিয়ে কবে করছেন' এর উত্তরে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী জানান সম্পর্ক নিয়েও তিনি যেমন কিছুই লুকোননি, বিয়ে করলেও জানিয়েও করবেন। বিয়ের পরিকল্পনা রয়েছে তবে এই মুহূর্তে চুটিয়ে প্রেমই করতে চান শ্বেতা এবং রুবেল।