এই প্রথম কোনও ভারতীয় ছবির প্রিমিয়ার হবে আইফেল টাওয়ারে। জাহ্নবী কাপুর-বরুণ ধাওয়ান অভিনীত 'বাওয়াল' অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে জুলাইতে, তার আগে আইফেল টাওয়ারে ছবির গ্র্যান্ড প্রিমিয়ার।
নানা টালবাহানায় ছবি মুক্তি প্রায় ২ বছর পিছিয়েছে। তবে মুক্তির আগে এই দারুণ খবরে খুশি ছবির কলাকুশলী। নীতেশ তিওয়ারি পরিচালিত, সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠানে বরুণ, জাহ্নবী, নীতেশ এবং সাজিদের পাশাপাশি ফরাসি অতিথি-অভ্যাগতরাও থাকবেন। মহাসমারোহে ছবির প্রিমিয়ারের জন্য অপেক্ষায় রয়েছেন সকলে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি প্রেমের গল্প 'বাওয়াল'। ছবির বেশির ভাগ গুরুত্বপূর্ণ দৃশ্যও প্যারিসেই শুট করা। নায়ক-নায়িকার মতো শহরটাও যেন হয়ে উঠেছে ছবির একটি চরিত্র।