দেশ বিদেশের ছবি দেখা আপনার নেশা? কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসব তো বছরে একবারই আসে! তাহলে উপায়? উপায় আছে, নন্দনে খুব শিগগির অনুষ্ঠিত হতে চলেছে জাপানি চলচ্চিত্র উৎসব (Japanese Film Festival)।
আয়োজনে দ্য জাপান ফাউন্ডেশন, কলকাতার কনসুলেট জেনারেল অফ জাপান এবং ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া। আগামী ১১ থেকে ১৩ অগাস্ট পশ্চিমবঙ্গ সরকারের প্রেক্ষাগৃহ নন্দন ২ (Nandan 2)-এ প্রদর্শিত হবে একগুচ্ছ জাপানি সিনেমা।
Mrinal Sen: শতবর্ষে মৃণাল সেন, তিলোত্তমায় তিন দিন ব্যাপী অনুষ্ঠান, দেখানো হবে পরিচালকের সিনেমাও
শুক্র-শনি এবং রবিবার বিকেল চারটে থেকে বসতে চলেছে জাপন টকিজের আসর। বিদেশি সিনেমার প্রেমে পড়লে এমন সুযোগ হারাবেন না।