মুক্তির পর থেকেই বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে করণ জোহরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ছবির একাধিক দৃশ্য নিয়েই আলোচনা চলছে। তবে ছবিতে বিশেষভাবে নজর কেড়েছে শাবানা আজমী এবং ধর্মেন্দ্র’র কেমিস্ট্রি। প্রাক্তনের চরিত্রে অভিনয় করেছেন দুজনে, এমনকি এই বয়সে অনস্ক্রিন চুমুও খেয়েছেন দুই বর্ষীয়ান তারকা।
Tota Roy Chowdhury: মাত্র ৪০ ক্লাসে কত্থক রপ্ত, টোটার অপূর্ব নাচ চোখে লেগে রইবে আগামী কয়েক দশকও
এই বিষয়ে শাবানার মত, এর আগে খুব বেশি এমন দৃশ্যে অভিনয় করার সুযোগ হয়নি। তবে ধর্মেন্দ্রর মতো ‘হ্যান্ডসাম’কে চুমু খেয়ে তিনি যে বেশ খুশি, সেকথা সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। জাভেদ আখতার স্ত্রীয়ের চুম্বন দৃশ্য দেখে কী প্রতিক্রিয়া দিয়েছেন জানেন? শাবানার কথায় , 'ও ব্যাপারটাকে বিশেষ আমল দেয়নি। তবে আমার উশৃঙ্খলতা দেখে ও চমকে গিয়েছিল।’ তিনি বলেন , ‘কে এই মহিলা, আমি তো চিনি না ‘