বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান'। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে উৎসাহ ছিল আকাশছোঁয়া। মুক্তি পর সেই উন্মাদনা যেন আরও বাড়ছে। প্রথম দিনেই। বিশ্বজুড়ে ১২৯ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছিল ছবিটি। শুধু হিন্দিতে দেশে ব্যবসা করে ৬৫ কোটি টাকার। যা সর্বকালের সবথেকে বেশি প্রথমদিনে ব্যবসা করা হিন্দি ছবি। দ্বিতীয় দিনে ব্যবসা কিছুটা কমলেও, তা ৫০ কোটির বেশি অঙ্ক পেরিয়ে গিয়েছে। সব ভাষা মিলিয়ে দ্বিতীয় দিনে 'জওয়ান'-এর ব্যবসা ৫৩ কোটি টাকা।
ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা এবং বিজয় সেতুপতিদের । প্রত্যেকের অভিনয়ই প্রশংসিত হচ্ছে । অন্যদিকে, ক্যামিও চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন ।