দুই বাংলার মন জেতার পর এবার বলিউডে পাড়ি বঙ্গ তনয়া জয়া আহসানের। জয়ার বলিউডে অভিষেকের কথা আগেই চাউর হয়েছিল, এবার জানা গেল ছবির বিশদও। এই মুহূর্তের অন্যতম সাড়া জাগানো অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে নতুন ছবির শ্যুটিং শেষ করলেন জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সুখবর জানালেন অভিনেত্রী। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এই প্রথম জুটি বাঁধলেন তারা। ছবির নাম 'কড়ক সিং'। তিনি লিখেছেন, 'আমি ভীষণ খুশি আর ধন্য অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় একটা এত ভাল একটা টিমের সঙ্গে কাজ করে। ' তাঁর কণ্ঠে শোনা গিয়েছে পঙ্কজ স্তুতিও।
Shah Rukh Khan :'বুর্জ খলিফা'-এ 'পাঠান' ট্রেলার, নাচে ও সংলাপে মঞ্চ মাতালেন শাহরুখ
ছবিতে জয়া পঙ্কজ ছাড়াও অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর শেষ ছবি 'দিল বেচারা' (Dil Bechara) খ্যাত সঞ্জনা সংঘী। ছবির বেশ কিছু দৃশ্যের শ্যুটিং হয়েছে কলকাতায়।