চারিদিকে হাহাকার, চিৎকার আর স্বজন হারানোর বেদনা। শুক্রবারের ওড়িশা রেল দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। বগির তলায় চাপা পড়া শয়ে শয়ে দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শনিবার সকালে দুর্ঘটনা কবলিত এলাকার পার্শ্ববর্তী নিকটস্থ কিছু স্টেশনের প্রয়োজনীয় নম্বর, বাংলাদেশের প্রেস বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাঙালি এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “কারো পরিচিত কেউ এই ট্রেনে ট্রাভেল করলে খোঁজ নিন”।
Adipurush: মুক্তির আগেই লক্ষ্মীলাভ আদিপুরুষের, ঘরে ঢুকল ৪৩২ কোটি
উল্লেখ্য, ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখনও পর্যন্ত দাঁড়িয়েছে ২৬১। এবং আহতের সংখ্যা ৬৫০। রেলের তরফে এই তথ্য জানানো হয়েছে। জানা নেই কোথায় গিয়ে থামবে এই সংখ্যা।