অমিতাভ আগেই জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে পারবেন না, শেষ মুহূর্তে জয়া বচ্চন জানালেন, তিনিও থাকছেন না চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে।
কারণ হিসেবে অবশ্য জয়া বলেছেন, ওই সময়ে নাতি অগস্ত্যার প্রথম ছবি আর্চিজ মুক্তি পাচ্ছে, এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান। সত্যিই কি তাই? নাকি বচ্চন পরিবারে ভাঙনের খবরে অস্বস্তি বেড়েছে জয়া অমিতাভদের?
সম্প্রতি শোনা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যের মধ্যে দূরত্ব বেড়েছে। বিগ বি নিজেও নাকি সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগাভাগি করছেন। ইমেজ অটুট রাখতেই খানিকটা আড়ালে থাকছে বচ্চন পরিবার?