এবার রহস্যের কিনারা করতে লন্ডনে একেন থুড়ি অনির্বাণ চক্রবর্তী। একেন বলা যাবে না, কারণ এই ছবিতে তিনি একেন নন। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের পরের ছবিও রহস্য নিয়েই, তাতে 'একেন'ও থাকছেন, কিন্তু একেন বেশে নন। আগামী মাসের শেষেই বিলেতে পাড়ি দেবে শুটিং-এর টিম।
ছবিতে প্রবাসী ভারতীয় দম্পতির চরিত্রে ঋত্ত্বিক চক্রবর্তী, ইশা সাহা। খুবই ভয়াবহ দুর্ঘটনায় ঋত্ত্বিকের স্মৃতিভ্রম হয়, স্মৃতি হাতড়ে মনে পড়ে তাঁর মাথায় কেউ আঘাত করেছিল, কে সে? সেই রহস্যেরই কিনারা করবেন অনির্বাণ।
ছবিতে দু'টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায় এবং সাহেব ভট্টাচার্যকেও।