বয়স হয়েছিল ৯১ বছর, নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তাই চিকিৎসকদের সাহায্যে স্বেচ্ছামৃত্যুই বেছে নিয়েছেন ফরাসি নিউ ওয়েব চলচ্চিত্রের জনক জাঁ লুক গদার (Jean Luc Godard)। তাঁর আইনিজীবীই প্যাট্রিক জেনেরেট এই খবর প্রকাশ্যে এনেছেন। অফিসিয়াল বিবৃতিতে যাকে বলা হয়েছে 'অ্যাসিস্টেড সুইসাইড'। বিরল কোনও ঘটনায় এই ধরণের স্বেচ্ছামৃত্যুতে অনুমতি দেয় সুইৎজারল্যান্ড।
গোদারকে একবার প্রশ্ন করা হয়েছিল, তাঁর জীবনের সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা কী? কিংবদন্তি পরিচালক বলেছিলেন, "to be immortal, and then die''. অক্ষরে অক্ষরে প্রতিটা শব্দ সত্যি করে বিদায় নিলেন জাঁ লুক।
Narendra Modi: গান্ধীর দেওয়া রুমাল দেখিয়েছিলেন তাঁকে, রানির প্রয়াণে নরেন্দ্র মোদীর টুইট
ষাটের দশকে ফরাসি নতুন ধারার ছবির জনক হিসেবে ধরা হয় জ্যঁ লুক গদারকে। তাঁর আধুনিক চিন্তাধারার মাধ্যমে তিনি ১৯৬০ সালে তৈরি করেছিলেন তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি 'ব্রেথলেস'। এরপর থেকেই সম্পূর্ণ নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন গদার। যা 'ম্যাস্কুলিন ফেমিনিন', 'দ্য লিটল সোলজার',' মেড ইন ইউ এস এ'-এর মতো একের পর এক অসামান্য ছবি উপহার দিয়েছে বিশ্ব চলচ্চিত্র জগতকে। ২০১৮ তে তাঁর পরিচালিত 'দ্য ইমেজ বুক' ছবিটির জন্যেও কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হন তিনি।