Dev-Jeet : নেটমাধ্যমে জনপ্রিয় বেশি কে ? দেব নাকি জিৎ, জানেন ? দুই অভিনেতার সিনেমা নিয়ে এল বড় আপডেটও

Updated : Aug 12, 2024 20:23
|
Editorji News Desk

টলিউডের দুই সুপারস্টার । আদ্যোপান্ত কমার্শিয়াল ছবির দুই কিং । দীর্ঘ ২০ বছর ধরে দর্শকদের ভরপুর বিনোদন দিয়ে চলেছেন  টলি পাড়ার দুই মহারথী । একজনের নাম জিৎ মদনানি, আরেকজন দীপক অধিকারী ওরফে দেব । বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন । একটা সময় ছিল, যখন দুই টলি নায়ক ছাড়া কমার্শিয়াল ছবি ভাবাই যেত না ।  একাধিক হিট ছবিও উপহার দিয়েছেন । শুধু কি তাই, সিনেমার গানগুলি সেইসময়ের স্কুল কিংবা কলেজ পড়ুয়াদের কাছে ছিল মন খারাপের ওষুধ, প্রথম ভাললাগা, প্রথম প্রেমের অনুভব...আরও কত কী ! দু'জনের অনুরাগীর সংখ্যাও কম নয় । ২০১০ সালে এই দুই সুপারস্টারকে একছাদের তলায় এনে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন রাজ চক্রবর্তী । বক্স অফিসে সুপারহিটও হয় সিনেমা । যদিও, তারপর থেকে আর কোনও সিনেমায় একসঙ্গে দেখা যায়নি জিৎ ও দেবকে । ইন্ডাস্ট্রিতে দুই অভিনেতার রেষারেষি,'তিক্ততা',ঝামেলা নিয়ে গুঞ্জনও রয়েছে ।   তবে, টলিপাড়া সূত্রে খবর, দীর্ঘ ১৪ বছর পর আবারও জিৎ ও দেব একসঙ্গে সিনেমা করবেন । আর দুই অভিনেতাকে এক ছাদের তলায় আনার কাজ করতে চলেছেন সেই রাজ চক্রবর্তী । 

টলিপাড়া সূত্রে খবর, দেব ও জিৎ-কে নিয়ে নাকি বড় কমার্শিয়াল সিনেমার পরিকল্পনা করে ফেলেছেন রাজ চক্রবর্তী । দু'জনের সঙ্গে বেশ কিছু মিটিংও সেরেছেন বলে খবর । যদিও এই বিষয়ে আর কিছু জানা যায়নি । এদিকে, দুই সুপারস্টারের একসঙ্গে ছবি করার খবর ছড়াতেই উত্তেজিত তাঁদের অনুরাগীরা । বহুদিন থেকেই তাঁদের একই ছবিতে দেখার জন্য উদগ্রীব দর্শকরা । তবে, জানা গিয়েছে, জিতের সঙ্গে একাধিকবার কাজের সুযোগ এলেও স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন । দেব নিজেও জিৎদার কাছে পরে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু কাজ করা হয়নি । টলি অন্দরের খবর, দু'জনের মধ্যে একটা ঝামেলা, রেষারেষি ছিলই । সেকারণেই গত ১৪ বছর একসঙ্গে কাজ করেননি । 

 ২০১১ সাল । 'শত্রু' ও 'পাগলু' দিয়ে বক্স অফিস দখলের লড়াই শুরু হয় । একটা সময় ঘোষণাও করে দেওয়া হয় পুজোতে আসবে দেবের ছবি । ইদে আসবে জিৎ-এর ছবি । দুই নায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও হামেশাই ঝামেলায় জড়িয়ে পড়েন । যদিও, দেব ও জিৎ বারবার জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও ঝামেলা নেই । বর্তমানে একে অপরের ছবির প্রিমিয়ারেও দেখা যায় দুই অভিনেতাকে । একে অপরের জন্য গলা ফাটান । দু'জনের মধ্যে সব ঠিক রয়েছে, সেই বিষয়ে প্রমাণেরও চেষ্টা করেছেন রুক্মিণী মৈত্র । কিন্তু, অনেকেই তা মানতে নারাজ । 

বক্স অফিসে কে বেশি সফল বা কে বড় অভিনেতা...এই নিয়ে সমালোচনা, তর্ক-বিতর্ক তো চলতে থাকবেই । তবে সেসব বিতর্কে না গিয়ে একবার দেখে নেওয়া যাক, সোশ্য়াল মিডিয়ায় কার জনপ্রিয়তা বেশি, ফলোয়ারের সংখ্যার নিরিখে এগিয়ে কে ?

ফেসবুকে জিৎ-এর ফলোয়ারের সংখ্যা ১ কোটি তিন লাখ । সেখানে পিছিয়ে দেব । ফেসবুকে তাঁর ফলোয়ার ৬৩ লাখ । ইনস্টাগ্রামে কিন্তু দু'জনেই একে অপরকে টক্কর দিচ্ছে । দু'জনেরই ফলোয়ার সংখ্যা ১৪ লাখ । এক্স হ্যান্ডেলেও, দু'জনের ফলোয়ার্স ১৩ লাখ । সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা হিসেবে কিন্তু কিছুটা হলেও এগিয়ে জিৎ । সবথেকে বেশি ছবিও করেছেন তিনি । এদিকে, দেব গত কয়েক বছর ধরে কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে অন্য ধারার সিনেমা করছেন । চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেছেন, গড়েছেন । আপাতত, দুই জনপ্রিয় অভিনেতাকে একসঙ্গ দেখার অপেক্ষায় দর্শকরা । 

Jeet Actor

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন