বাংলা সিনেমার সুপারস্টারদের অনেকেই যখন 'ভিন্ন স্বাদে'র ছবিতে অভিনয় করতে চাইছেন, তখন জিৎ নিজের জায়গা ধরে রেখেছেন মশালা ছবিতে। আগামী ২৪ নভেম্বর রিলিজ করছে 'মানুষ'। জিতের বিপরীতে থাকছেন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। 'চেঙ্গিজে'র পর আরও একবার বড় পর্দায় জিৎ-সুস্মিতার জুটি।
মানুষ-এর প্রোমোশনে ব্যস্ত নায়কনায়িকা দুজনেই। টিপিক্যাল জিৎ-ঘরানার মশালা ছবি 'মানুষ'। অ্যাকশন আর ইমোশনের মিশেল। ছোট্ট মেয়ের কাছে বাস্তব জীবনের 'নায়ক' হয়ে থাকতে চাওয়া এক বাবার গল্প। জিতের চরিত্রে বহু স্তর- একজন পুলিশ অফিসার, যে পরিস্থিতির চাপে হয়ে যায় মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ডদের অন্যতম।
Clash Over Rasgulla: রসগোল্লা শেষ! বিয়েবাড়িতে হুলুস্থুল, বচসার জেড়ে আহত ৬
ছবির অনেকখানি জুড়ে বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন। জিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছে অনন্যা চট্টোপাধ্যায়, যার বয়স ঠিক জিতের মেয়ের মতোই। সবমিলিয়ে আরও একবার নিজের সিগনেচার ছবি নিয়ে বড় পর্দায় আসছেন জিৎ।