জিৎ ও রুক্মিণীর আগামী ছবি বুমেরাং-এর শুটিং (Boomerang) শুরু হয়ে গিয়েছে । এরই মধ্যে সিনেমাকে কেন্দ্র করে নতুন আপডেট সামনে এল । জানা গিয়েছে, বুমেরাং-এ ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির ক্যামেরা ও ‘ফিউচারিস্টিক বাইক’ । সৌজন্যে জিৎ (Jeet) । তাঁর উদ্যোগেই টলিউডে প্রবেশ ঘটল আরও উন্নত প্রযুক্তির ।
টলিউডে এই প্রথম নিয়ে আসা হল ‘সিনেবট’ ক্যামেরা (Cinebot Camera) । যার মাধ্যমে ছবির কিছু অংশ শুটিং করছেন নির্মাতারা । মূলত, কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যামেরা । বিভিন্ন অ্যাকশন দৃশ্য এবং জটিল শট নির্ভুলভাবে দ্রুত শুট করতে সক্ষম । আগে হলিউড, বলিউড ও দক্ষিণী ছবিতেও এই ক্যামেরার ব্যবহার লক্ষ্য করা গিয়েছে । তবে টলিউডে তা প্রথম ঘটতে চলেছে ।
আরও পড়ুন, Koel-Debalay : নারীকেন্দ্রীক গল্পেই মন দেবালয়ের, পরিচালকের নতুন নায়িকা এবার কোয়েল ?
অন্যদিকে, ছবির জন্য একটি বিশেষ মোটরবাইক তৈরি করা হয়েছে । নাম দেওয়া হয়েছে ইউনিট ‘ফিউচারিস্টিক বাইক । স্টান্টের জন্য এই বাইক ব্যবহার করা হয়েছে । দর্শকদের কথা চিন্তা করেই, তাঁদের নতুন কিছু উপহার দেওয়ার জন্যই ছবিতে উন্নততর প্রযুক্তি আনছে জিৎ । নতুন প্রযুক্তি ব্যবহার করতে পেরে উচ্ছ্বসিত পরিচালক সৌভিক কুণ্ডু ।
জানা গিয়েছে, মূলত কল্পবিজ্ঞানের প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে ছবি । জিৎ ও রুক্মিণী ছাড়া সিনেমার অভিনয় করছেন সত্যম ভট্টাচার্য এবং দেবচন্দ্রিমা সিংহ রায় । ১৪ জুলাই হয় শুভ মহরৎ । শুটিংয়ের কাজ চলছে জোরকদমে ।