সম্প্রতি অনীক দত্তের 'অপরাজিত' (Aparajito) ছবিতে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) চরিত্রে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। অভিনয়ের জোরেই ছোটপর্দা থেকে এক লাফে বড়পর্দায় এসে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। দর্শকরা কার্যত মুখিয়ে ছিলেন তাকে বড়পর্দায় কবে ফের দেখা যাবে তার আশায়।
Rukmini Maitra : হুইলচেয়ারে রুক্মিণী মৈত্র, কী হয়েছে অভিনেত্রীর ?
এবার দর্শকদেরকেই সুখবর দিলেন অভিনেতা। প্রকাশ করলেন তাঁর পরবর্তী ছবির নাম। এদিন পোস্টার শেয়ার করে জিতু জানান, তাঁর পরবর্তী ছবি ‘মানুষ’, ছবির পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। প্রযোজক সুপারস্টার জিৎ। পোস্টার শেয়ার করে ক্যাপশনে জিতু লিখেছেন, ‘My Next’ । এই খবর প্রকাশ্যে আসতেই জিতু ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখার মতো। জিৎ আর জিতুর যুগলবন্দি কেমন হবে তা দেখতেই অপেক্ষায় দর্শকেরা।
ধারাবাহিক দিয়েই কেরিয়ার শুরু করেন অভিনেতা জিতু কমল। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন অনেক আগেই। তার স্ত্রী নবনীতার সঙ্গেও তার সম্পর্ক শুরু শুটিং এর সেট থেকেই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে তাদের একাধিক মিষ্টি ছবি চোখে পড়ে।