নবনীতার (Jeetu-Nabanita) সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলতে রাজি নন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) । তাঁর একটাই জবাব, তাঁদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি । স্ত্রীর বিষয়ে কোনও নিন্দে কথা শুনতেও চান না, নিন্দা করতেও চান না । সম্প্রতি, আনন্দবাজার অনলাইনকে এমনই জানিয়েছেন অভিনেতা ।
বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে জীতু-নবনীতা । তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই দু'জনকে নিয়ে নানারকম চর্চা চলছে । নবনীতা তাঁর মতামত স্পষ্ট করলেও, বিচ্ছেদ প্রসঙ্গে সেভাবে মুখ খুলতে চাননি জীতু । তবে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেতা । সম্প্রতি, সেরকমই একটি পোস্টে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন ।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমি ভাবুক, ইচ্ছুক নই/ আমি প্রেমিক, বিকৃত নই/ আমি চিন্তন, চিরন্তন নই/ আমি সৃষ্টিশীল, সৃষ্টিকর্তা নই/ আমি দোষারোপ, দোষী নই।' জীতুর এই পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করছেন তাঁর অনুরাগীরা । বিচ্ছেদ প্রসঙ্গেই যে তাঁর এই পোস্ট, সেরকমই মনে করছেন অনুরাগীরা ।
আনন্দবাজার অনলাইনের তরফে জীতুর সঙ্গে যোগাযোগ করা হলে, বিচ্ছেদ প্রসঙ্গে কিছু বলতে চাননি তিনি । জীতু বলেন, 'আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করতেই রাজি নই। আমার স্ত্রীর ব্যাপারে আমি কোনও নিন্দে করব না আর কোনও নিন্দে শুনবও না। এখনও আমাদের আইনি বিচ্ছেদ হয়নি।'
জীতু-নবনীতার বিচ্ছেদে তৃতীয় ব্যক্তিকে দায়ি করেছে অনেকেই, উঠে এসেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম । জীতু কমল শ্রাবন্তী একসঙ্গে জুটি বেঁধেছেন 'আমি আমার মতো' ছবিতে। লন্ডনে ছবির শুটিং-ও করেছেন দু'জনে । কিন্তু, তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে শ্রাবন্তীর প্রসঙ্গ ওঠায় রীতিমতো বিরক্ত হয়েছেন নবনীতা । স্পষ্ট জানিয়েছেন, তৃতীয় কারোর জন্য তাঁদের সম্পর্ক ভাঙছে না, ডিভোর্সের সিদ্ধান্ত পারস্পরিক ।