বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না থাকলে বোধহয় তাঁর হয়ে ওঠার গল্পটাই থাকত না। বলছি অভিনেতা জিতু কমলের কথা। লেখক ছিলেন বলে পথের পাঁচালী রচনা, উপন্যাস থেকে সত্যজিতের ছবি তৈরি, আন্তর্জাতিক সম্মান লাভ, এবং কালে ক্রমে সত্যজিৎ ওরফে অপরাজিত রায়কে নিয়েই ছবি বানানো এবং তাতে নাম ভূমিকায় জিতু কমল। বাকিটা ইতিহাস।
সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যাযের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন অভিনেতার। ফেসবুকে জিতু দীর্ঘ পোস্ট করলেন আজ।
Happy Birthday Yuvaan : খুদে সেনসেশন ইউভানের আজ দু'বছরের জন্মদিন, মাঝরাতে 'মাম্মামের' আদুরে পোস্ট
অনেকের মতোই জিতুও মনে করেন, অপু মনে অপূর্ব রায় আসলে বিভূতিভূষণ নিজেই। তাঁর জীবনই তো অপুর জীবন। সংক্ষেপে, ফেসবুক পোস্টে লেখকের পুরো জীবনটাই তুলে ধরেছেন জিতু।