বৃহস্পতিবার সকালে হঠাৎই জীতু কমলের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন নবনীতা দাস । আইনি প্রক্রিয়াও নাকি অনেকটা এগিয়ে গিয়েছে । কিন্তু জীতু কমলের সাম্প্রতিক পোস্ট কিন্তু অন্য কথাই বলছে । নবনীতা যখন বিচ্ছেদের ঘোষণা করলেন, তখন জীতু তাঁর 'বাচ্চা বউ'-কে আগলে রাখার প্রতিশ্রুতি দিলেন । আর সেখানেই প্রশ্ন উঠছে যে, আদৌ কি বিচ্ছেদ হচ্ছে দু'জনের ? নাকি কেবল শুধু মান-অভিমানের পালা চলছে ।
জীতু সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাব। আগামীতে তাই করব, বাচ্চা বউ।'টিভি নাইন বাংলাকে বিচ্ছেদের বিষয়ে জীতু জানিয়েছেন, 'না না, এসব কিচ্ছু না। ওহ বাচ্চা মেয়ে। কোনও কারণে রাগ করেছে।'