আজকাল কত কিছুই না রটে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সব কী আর সত্যি হয়! যেমন সম্প্রতি মানুষ ছবিতে জিৎ এর সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) । শোনা যাচ্ছিল, টলিউডের আরও এক সুপারস্টার অভিনেতার সঙ্গেও নাকি কাজ করতে চলেছেন তিনি। কিন্তু এই খবর যে সম্পূর্ণ মিথ্যে, সেকথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেতা।
একবারে সাফ একটি পোস্টে জিতু জানালেন, তিনি সম্প্রতি শুনেছেন একজন সুপারস্টার অভিনেতার সঙ্গে তাঁর কাজ করার খবর রটেছে। কিন্তু জিতু জানিয়েছেন এই খবর ভুয়ো। এরকম কোনও প্রজেক্টে তিনি সই করেননি।