জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাসকে (Nabanita Das) একসঙ্গে দেখলে অনেকেই বলবেন, পারফেক্ট কাপল কিংবা রোম্যান্টিক কাপল । কিন্তু,দু'জনকে একসঙ্গে দেখতে কেমন লাগে ? প্রশ্নটা যদি জিতুকে করা হয়, তাহলে তাঁর উত্তর হবে, ঠিক লুচি, আলুরদম আর রসগোল্লার মতো । তাঁদের ভালোবাসার সঙ্গে যেন ওই তিনটে খাবারের ‘মিল’ খুঁজে পান জিতু (Jeetu Kamal shares funny post)। সোশ্যাল মিডিয়ায় এমনই লিখলেন পর্দার সত্যজিৎ ।
স্ত্রী নবনীতাকে আগলে ধরে নেটমাধ্যমে একটি ছবি শেয়ার করেন জিতু । একেবারে রোম্যান্টিক মোমেন্ট । কিন্তু, তার পাশেই প্লেট ভর্তি লুচি, আলুরদম আর রসগোল্লার ছবি । ক্যাপশন ততটাই মজার । ক্যাপশনে জিতু লিখেছেন, 'সাদৃশ্য'। ইনবক্সও ভরল মজার মন্তব্যে । অনেকে আবার মজা করে জিতুকে মনে করিয়ে দিয়েছেন ডায়েটের কথা । জুটিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা ।
ছোটপর্দা থেকেই শুরু হয়েছিল জিতু-নবনীতার প্রেম । ২০১৯-এর ৬ মে বিয়ে করেন তাঁরা । দু'জনে এখন চুটিয়ে সংসার করছেন । প্রায়ই স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করেন জিতু । সদ্য নতুন ছবির ঘোষণা হয়েছে জিতুর। সেখানে আবারও সত্যজিতের ছোঁয়া । এবার সত্যজিতের ছবিতে সৌমিত্রের চরিত্র পর্দায় রিক্রিয়েট করবেন জিতু (Jeetu Kamal)।সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Dinratri) নিয়ে ছবি করছেন পরিচালক অরুণ রায়। অসীম চরিত্রে অভিনয় করছেন জিতু। তবে পাঁচ দশক আগের সেই সময়কে সিনেমার প্রয়োজনে কিছুটা আধুনিক ভাবেই দেখানো হবে।