ফের বিয়ের পিঁড়িতে জীতু কমল ? বুধবার সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে । জীতু তাঁর পোস্টে নিজেই জানিয়েছেন, বিয়ে করছেন তিনি । এমনকী তারিখও ঘোষণা করে দিয়েছেন জীতু । বন্ধুদের আমন্ত্রণ পত্রও পাঠিয়ে ফেলেছেন । ব্যাপারখানা কী ? সত্যিই কি বিয়ে করছেন জীতু ?
জীতু কমল যে পোস্টটা করেছেন, সেটা যদি একটু ভাল করে পড়ে দেখা হয় । তাহলে দেখা যাবে একেবারে শেষ দুই লাইনেই রয়েছে আসল টুইস্ট । কী রয়েছে শেষ দুই লাইনে ? জীতু লেখেন, 'আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি। কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম'। জীতু তাঁর ফেসবুক পেজে তাঁর ইনস্টা পোস্টের স্ক্রিনশট শেয়ার করে মজাও করেছেন । সেখানে তিনি লেখেন, 'পড়া প্র্যাকটিস করো, আর সেটা পুরো'।
তবে প্রেমে পড়তে চান জীতু । এমনকী একজনকে পছন্দও করে রেখেছেন নাকি । জীতুর কথায়, 'এবার প্রেম করলে মিডিয়ার কারুর সাথেই করতে চাই, একজন কে পছন্দ করেও রেখেছি। সেও জানে কিন্তু বাকিদের বলছে না।' এটা বলে জীতু কি আবারও মজা করলেন নাকি সত্যিই বিয়ের পরিকল্পনা করে ফেলেছেন ? উত্তর দেবে সময়ই ।
অনেকেই যেহেতু জিজ্ঞাসা করছেন,'আমি আমার সম্পর্ককে লুকোতে চাই না। তবে আমার পার্টনারের প্রাইভেসি রক্ষার দায়ও আমার। আগামী ২৫ মার্চ বিয়ে করছি। ইতিমধ্যেই কাছের বন্ধুদের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আমার পরিবার ভীষণ খুশি। আমিও।' তারপরই লেখেন, 'আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি। কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম '।