আজ ছোট পর্দার অভিনেত্রী নবনীতা দাসের জন্মদিন (Nabanita Das Birthday) । জীতুর (Jeetu Kamal) সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর প্রথম জন্মদিন । তাই এ বছরের জন্মদিনটা হয়তো অভিনেত্রীর গত বছরগুলির তুলনায় অনেকটাই আলাদা । তিন মাস ধরে আলাদা থাকছেন । দু'জনের মধ্যে দূরত্ব বেড়েছে অনেকটা । কিন্তু এতকিছুর পরেও নবনীতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না জীতু ।
গত কয়েক বছরে ৩ অগাস্ট দিনটা কেক কেটে একসঙ্গে উদযাপন করেছেন জীতু-নবনীতা । সেদিনগুলোর স্মৃতিই ফিরিয়ে দিয়েছিল ফেসবুক । আর তাতেই ডুব দিয়েছেন জীতু । শেয়ার করলেন প্রায় তিন বছর আগের একটি পোস্ট । ক্যাপশনে শুধু লিখলেন, 'খুব খুব খুব ভাল থেকো' । মাত্র কয়েকটা শব্দ, অথচ এর মধ্যে হাজারও অভিব্যক্তি । সেইসঙ্গে কোথাও প্রকাশ পেল তাঁর যন্ত্রণা কিংবা অভিমান ?
আরও পড়ুন, Swastika Mukherjee: আমার চেহারা, আমার সিদ্ধান্ত! ট্রোলের মোক্ষম জবাব জবাব দিলেন স্বস্তিকা
অনুরাগীরা চাইছেন, আবার আগের মতো হয়ে যাক জীতু-নবনীতার সম্পর্ক । পোস্টের কমেন্ট বক্সে তারকা জুটিকে তাই বারবার একটাই অনুরোধ তাঁদের, একসঙ্গে দেখতে চাই তোমাদের আবার।
বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে জীতু-নবনীতা । তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই দু'জনকে নিয়ে নানারকম চর্চা চলছে । নবনীতা তাঁর মতামত স্পষ্ট করলেও, বিচ্ছেদ প্রসঙ্গে সেভাবে মুখ খুলতে চাননি জীতু । তবে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেতা ।