বিবাহিত জীবনে ইতি জীতু কমল-নবনীতা দাসের। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্ট করে জানান নবনীতা, তার পর থেকেই নেটপাড়া ছিল তাই নিয়ে সরগরম। এরই মাঝে নানা প্রশ্নের জন্ম দিল জীতুর সন্ধে বেলার পোস্ট।
অপরাজিত অভিনেতা ফেসবুকে পোস্ট করেন , “সব কিছু ব্যক্তিগত রাখার চেষ্টা করুন। ঘুরতে গেলে কাউকে বলবেন না। সঙ্গী খুঁজে পেলে চুপ থাকুন। আনন্দে থাকলে মুখ বন্ধ রাখুন। কারণ ভাল জিনিস বেশি জানাজানি হলে নষ্ট হয়ে যায়।”ৎ
Apple i Phone 14: কত কমে পেতে পারেন আইফোন ১৪, জানুন অ্যামাজন-ফ্লিপকার্টের ডিল
নবনীতা বিচ্ছেদ ঘোষণার পর যদিও জীতু অন্য সুরে পোস্ট করেন, বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর দেননি তিনি। [কিন্তু কোন বিষয় ব্যক্তিগত রাখা উচিত ছিল, তা নিয়ে জীতু স্পষ্ট কিছু বলেননি।