সম্প্রতি অনীক দত্তের 'অপরাজিত' (Aparajito) ছবিতে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) চরিত্রে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন দেশে-বিদেশে। আবারও তাঁর কাছে আইকনিক চরিত্রে অভিনয়ের সুযোগ এবং আবারও সত্যজিৎ যোগ। এবার সত্যজিতের ছবিতে সৌমিত্রের চরিত্র পর্দায় রিক্রিয়েট করবেন জিতু (Jeetu Kamal)।
সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Dinratri) নিয়ে ছবি করছেন পরিচালক অরুণ রায়। অসীম চরিত্রে অভিনয় করছেন জিতু। তবে পাঁচ দশক আগের সেই সময়কে সিনেমার প্রয়োজনে কিছুটা আধুনিক ভাবেই দেখানো হবে।
Sabitri Chatterjee biopic: পর্দায় 'সত্যি সাবিত্রী', কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে কাকে?
জিতু ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সোহিনী সরকার, অনুষ্কা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়রা। পালামৌর ফরেস্ট বাংলোতে শুটিং হবে। সব ঠিকঠাক থাকলে ২০২৩ এর পুজোয় বাঙালির নস্ট্যালজিয়া ফিরবে পর্দায়।
‘হীরালাল’, ‘আট বারো’ ছবির পরিচালক অরুণ রায় এখন ব্যস্ত ‘বাঘাযতীন’ ছবি নিয়ে। সেই ছবিতে বিপ্লবী যতীন মুখোপাধ্যায়ের নাম ভূমিকায় অভিনয় করছেন দেব। স্বাধীনতা দিবসে মোশন পিকচার দিয়ে ছবির ঘোষণা করেছেন দেব। এই ছবি আগামী বছর মুক্তি পাবে। ‘বাঘাযতীন’ ছবির কাজ শেষ করেই পরিচালক অরুণ শুরু করবেন কালজয়ী উপন্যাস থেকে ছবি।