সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কিন্তু ঝিলম গুপ্তকে চেনেন না, এমন মানুষ হাতে গোনা৷ তিনি বিখ্যাত ইউটিউবার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আশেপাশে ঘটে যাওয়া ঘটনার রসিক কাটাছেঁড়া করে সকলের মন কেড়েছেন তিনি। এবার তাঁর প্রতিভার কদর করলেন করণ জোহর (Karan Johar)। ঝিলম পেলেন বলিউডে ডাক।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির জন্য একপ্রস্ত লুক টেস্ট হয়ে গিয়েছে ঝিলম গুপ্তর। তবে কোন ছবি, কী চরিত্র সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি কিছুই। অ্যান্থোলজি সিরিজ়ের যে গল্পটির জন্য মুম্বই থেকে ডাক পেলেন ঝিলম তাঁর পরিচালক কলিন ডি’কুনহা। তবে জানা যাচ্ছে নতুন বছরের শুরুতেই শুরু হবে শ্যুটিং। এর আগেও একাধিক ওয়েব সিরিজ, ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা মিলেছে ঝিলমের।