জীবন গিয়াছে চলে কুড়ি কুড়ি বছরের পার। তাঁরা কিন্তু একসঙ্গেই আছেন, হাতে হাত রেখে। বলছি টলিউডের পাওয়ার কাপল যীশু সেনগুপ্ত, নীলাঞ্জনা ভৌমিকের কথা। আজ তাঁদের বিয়ের কুড়ি বছর পূর্ণ হল। বিবাহবার্ষিকীতে স্মৃতির সরণি বেয়ে হাটলেন দুজন।
দাম্পত্যের টাইমলাইন থেকে নানা ফ্রেমবন্দি মুহূর্তের কোলাজ করে ইন্সটায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন দম্পতি। ব্যাকগ্রাউন্ডে বাজছে এনরিকের 'হিরো'।
Anant-Radhika Prewedding: ঠিক যেন রূপকথা! বলিউডি গানের রাধিকার গ্র্যান্ড এন্ট্রি! মুগ্ধ গোটা দেশ
হাতে হাত রেখে একসঙ্গে পথচলা শুরু করেছিলেন যীশু নীলাঞ্জনা। সংসারে ব্যস্ত হওয়ার পর পর্দায় খুব একটা দেখা না গেলেও প্রযোজনায় মনোনিবেশ করেছিলেন নীলাঞ্জনা। যীশুও বাংলার গণ্ডি পেরিয়ে দক্ষিণে এবং বলিউডে নিজের প্রতিভার সাক্ষ্য রেখেছেন।