আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। বারংবার প্রশ্ন উঠছে নারীদের সুরক্ষা নিয়ে। এই আবহেই ভাইরাল হয়েছে, জনের একটি দাবি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘বেদা’। ছবিতে রয়েছে দেশাত্মবোধের প্রসঙ্গ। এই ছবির প্রচারে এসেই একটি সাক্ষাৎকারে জন আব্রাহাম দাবি করেন, ভারতে মহিলা, শিশু ও পশুরা মোটেই নিরাপত্তা পায় না।
আরজি করে আবহে বক্তব্যকে খুবই তাৎপর্যপূর্ণ মনে করছেন জন আব্রাহাম। জন জানান, তিনি দেশকে ভালবাসেন, তাই দেশের সমালোচনা করাও জরুরি। ভারতে মহিলা, শিশু ও নারীরা সুরক্ষিত নয়। জন আরও জানান, “সত্যিকারের দেশপ্রেম এবং উগ্র দেশপ্রেমের মধ্যে পার্থক্য আছে। মেরে ভারত মহান বললেই, দেশপ্রেম হয় না’’। তিনি মনে করেন, সমাজে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারলেই দেশপ্রেমী হয়ে ওঠা সম্ভব। এক্ষেত্রে দেশে এবং সমাজের কিছু পরিবর্তন আনতেই হবে।
উল্লেখ্য, কলকাতার নারকীয় ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে । গর্জে উঠছেন নারীরা । বাংলার আন্দোলনের আঁচ সর্বত্র । আর জি কর কাণ্ডে সুর চড়িয়েছে বলিউডও । ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাট, পরিণীতা চোপড়া থেকে কঙ্গনা রানাউত । আবার মেয়েদের জন্য কবিতা লিখেছিলেন আয়ুষ্মান খুরানা।