শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টলিউডের প্রথম সারির অভিনেত্রী, বাণিজ্যিক ছবি করেন বেশি, তবে অন্য ধারার কিছু ছবিতেও দেখা গিয়েছে শ্রাবন্তীকে। এবার হলিউড অভিনেতারাও ভাবছেন শ্রাবন্তীকে নিয়ে! বিশ্বাস হচ্ছে না? সম্প্রতি এক হলিউড অভিনেতা ইন্সটায় ফলো করা শুরু করেছেন বুনোহাঁস ছবির অভিনেত্রীকে।
কে সেই হলিউড অভিনেতা? জন সিনা। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি শ্রাবন্তী। ভাবেন বুঝি ফেক অ্যাকাউন্ট। পরে অভিনেত্রী খেয়াল করে দেখেন, ব্লু টিক রয়েছে সেই অ্যাকাউন্টে। তারপর থেকে অভিনেত্রীর খুশি আর ধরছে না।
এই মুহুর্তে 'বাবুসোনা' ছবির শুটিং-এ শ্রাবন্তী লন্ডনে রয়েছেন। সেই ছবিতে অভিনেত্রীর সংগে জুটি বেঁধেছেন জিতু কমল।