কঠিন রোগে আক্রান্ত পপ গায়ক জাস্টিন বিবার (Justin Bieber) । নিজের ইনস্টাগ্রাম পোস্টে ভয়াবহ অসুখের কথা জানালেন রকস্টার । র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত আমেরিকার পপ গায়ক । এই রোগের ফলে তাঁর মুখের ডানদিকটা অসাড় । অর্থাৎ ফেসিয়াল প্যারালিসিসে (Partial Facial paralysis) ভুগছেন তিনি ।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের অসুস্থতার (Justin Bieber Health) কথা জানিয়েছেন ২৮ বছর বয়সী পপ গায়ক জাস্টিন । এই ভিডিয়োতে দেখা গিয়েছে,জাস্টিনের মুখের ডানদিকটা অসাড় । চোখের পলক পড়ছে না । ঠিকভাবে হাসতে পারছেন না তিনি । এমনকী, ডানদিকে নাকের অংশটাও নড়ছে না । জাস্টিন জানিয়েছেন, মুখের ডান অংশের কোনও পেশী কাজ করছে না । কানের পেশীও কাজ করছে না । র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত । বিষয়টি খুব সিরিয়াস, খুবই উদ্বেগজনক । প্রসঙ্গত, র্যামসে হান্ট সিনড্রোম আসলে শিঙ্গলস নামে একটি ভাইরাস সংক্রমণের প্রকোপে মুখ, কানের নার্ভে সমস্যা দেখা দেয় । ফলে মুখে পক্ষাঘাত হয় ।
জাস্টিন তাঁর অনুরাগীদের উদ্দেশে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি কোনও শো করতে পারছেন না । শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তিনি আপাতত কাজ থেকে বিরতি নেবেন । এই অসুখ থেকে সেরে উঠতে মুখের নানা ব্যায়ামও করছেন । কিন্তু বুঝতে পারছেন না তাঁর সেরে উঠতে ঠিক কতটা সময় লাগবে । তাঁর এই অসুখের খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা । সোশ্যাল মিডিয়ায় জাস্টিন বিবারের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা ।