Jyoti Basu Biopic: জ্যোতি বসু (Jyoti Basu), বঙ্গ রাজনীতির মঞ্চ ছাপিয়ে জাতীয় রাজনীতিতেও একটি উজ্জ্বল নাম। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ত্রয়োদশতম প্রয়াণ দিবস পেরিয়ে এলাম সদ্যই। এরই মধ্যে জ্যোতি বসুর বায়োপিক তৈরির ইঙ্গিত দিলেন টলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার এন কে সলিল ( N. K. Salil)।
নয়ের দশকে শেষের দিকে টলিউডে নিজের সফর শুরু করেন এন কে সলিল। ‘তুলকালাম’, ‘MLA ফাটাকেষ্ট’, ‘চ্যালেঞ্জ’, ‘পাগলু’র সুপার হিট ছবির সুপারহিট সব সংলাপের স্রষ্টা তিনিই। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকার চলাকালীন সলিলের কাছে জানতে চাওয়া হয়, সুযোগ পেলে কোনও রাজনীতিবিদের জীবন কাহিনি নিয়ে চিত্রনাট্য লিখতে চাইবেন তিনি?
এই প্রশ্নের উত্তরেই সলিল জানান, সুযোগ পেলে তিনি জ্যোতি বসুর বায়োপিকের চিত্রনাট্য লিখতে চান। টলিউডের চিত্রনাট্যকারের বক্তব্য, এখনকার রাজনীতিবিদদের সম্পর্কে অনেক কিছুই জানা যায়। তাই যাঁর সম্পর্কে খুব বেশি জানা নেই, তাঁর জীবন কাহিনি নিয়েই চিত্রনাট্য লিখতে চান।
তবে একটানা ২৩ বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকা জ্যোতি বসুর ভূমিকায় কাকে দেখা যেতে পারে, সে সম্পর্কে অবশ্য কিছু জানাননি সলিল।