১৬ মার্চ আধুনিক বাংলা গানের রূপকার কবীর সুমনের জন্মদিন, ৭৫ বছরের জন্মদিনের ঠিক আগেও টানা তিন ঘণ্টা রেকর্ড করেছেন শিল্পী। এই অফুরান জীবনি শক্তির রহস্য কী? প্রশ্ন করা হলে গানওয়ালা বলছেন, মুক্তকামই শক্তি জোগায় তাঁকে। ভালবাসায় আঁতলামিতে বিশ্বাসী নন শিল্পী। বরং শরীর মন সবটুকু দিয়েই ভালবাসা তাঁর স্বভাব। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তেমনই বলেছেন সুমন।
রাজ্য সরকারের দুর্নীতিতে নাম জড়ানোর প্রসঙ্গে কবীরের মত, গণতন্ত্রে দুর্নীতি, চুরি, স্বজনপোষণ হবেই, আগেও হয়েছে। রাজনীতিতে ঘেন্না ধরে গেছে, তবে সব বিতর্ক-স্ববিরোধ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বিকল্প বলে মনে করেন শিল্পী।
একসময় মাওবাদী নেতা কিষেন জির সঙ্গে চেনাশোনা ছিল, এখন মমতাকে সমর্থন করেন, আগামী দিনে আবারও ভাবনা আদর্শ বদলে যেতে পারে, অকপটে স্বীকার করেছেন শিল্পী।