শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। মঙ্গলবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী। কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে বাংলা খেয়াল রচনা করলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত আরেক সঙ্গীত শিল্পী কবীর সুমন।
দুজনেই নাকতলার বাসিন্দা ছিলেন। এক অর্থে প্রতিবেশী ছিলেন উস্তাদ এবং কবীর। কিন্তু একসঙ্গে গান গাওয়া হয়ে ওঠেনি বলেই জানিয়েছেন সুমন। রাশিদকে শেষ শ্রদ্ধা জানিয়ে প্রয়াণের পরের সকালেই খেয়াল রচনা করেছেন কবীর।
অতীতে কিছু বিশেষ ঘটনায় সরাসরি না হলেও কবীর পরোক্ষ ভাবে উস্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। কিন্তু সে সব পেরিয়ে শিল্পের জন্য শিল্প থাকে, শিল্পীর পাশে শিল্পী, প্রমাণ করে দিলেন কবীর।