অভিযোগ ওঠা থেকে গ্রেফতারি-শুরু থেকেই ছিলেন স্বামীর পাশে, বলেছিলেন ‘ও দশ করতেই পারে না , ওঁকে ফাঁসানো হয়েছে ।’ সেই স্ত্রীকেই হারিয়ে ফেললেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বাণী ভদ্রের বয়স হয়েছিল ৫৬ বছর। এদিন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। বেশ কিছু সময় ধরে একাধিক বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন বাণী দেবী। সুজয়ের গ্রেফতারির আগে তাঁর হাঁটুর প্রতিস্থাপন হয়। এদিকে ২৮ জুন পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন কালীঘাটের কাকু। স্ত্রীর মৃত্যুতে তিনি প্যারোলে বাড়ি যেতে পারেন বলেও শোনা যাচ্ছে।