তিনি নিঃসন্দেহে টলিউডের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক৷ কিন্তু কমলেশ্বর মুখোপাধ্যায় যে অভিনেতা হিসাবে দুর্দান্ত, তা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ এবার একটি হিন্দি ছবিতে অভিনয় করলেন তিনি৷ পরিচালক অর্ণব চট্টোপাধ্যায় অভিনেতা কমলেশ্বরকে ব্যবহার করেছেন পুলিশের চরিত্রে।
এর আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা' ছবিতে পুলিশের চরিত্রে কাজ করেছিলেন কমলেশ্বর। বার বার একই ধরনের চরিত্রে কাজ করা নিয়ে তাঁর সহাস্য মন্তব্য, "এবার হয়তো তকমাই পড়ে যাবে।"
কমলেশ্বর জানিয়েছেন, ছবিটি থ্রিলারধর্মী। কাজ করে ভীষণ আনন্দ পেয়েছেন। মণীশ চৌধুরী, সুব্রত দত্ত, বরুণ চন্দের মতো অভিনেতারা অভিনয় করেছেন অন্যান্য চরিত্রে। ইতিমধ্যেই মুম্বাইতে একদিন শ্যুটিং সেরে এসেছেন কমলেশ্বর।
আপাতত ছবির নাম প্রকাশ্যে আনতে নারাজ পরিচালক অর্ণব। এটি তাঁর দ্বিতীয় ছবি। ২০২০ সালে 'আনসেড' নামে একটি ছবি করেছিলেন তিনি। ইতিমধ্যেই সাত দিনের শুটিং সেরে ফেলেছেন। আরও ৩৫ দিনের শ্যুটিং বাকি। আগামী বছরের শুরুতে রিলিজ করতে পারে ছবিটি।